নীলফামারী ডোমারে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদে’র নাটক নৃপতি


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ 

নীলফামারীর ডোমার উপজেলার ১২৮ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাট্য সমিতি’র নব নির্বাচিত কমিটির দেওয়া দর্শকদের শ্রোতাদের জন্য প্রথম উপহার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদে’র রচিত নাটক ‘নৃপতি’ মঞ্চস্থ হলো প্রতিষ্ঠানের নিজস্ব মঞ্চে।

শনিবার রাত আটটায় ডোমার নাট্য সমিতি’র সার্বিক তত্ত্ববধানে স্বাস্থ্যবিধি মেনে নাট্য ব্যক্তিত্ব মিজানুর রহমান সোহাগ ও আরমিন আক্তার জাহানের নির্দেশনায় নাটকটি সঞ্চস্থ হয়। প্রায় দু’ঘন্টা শিল্পিদের নিপূণ অভিনয় দর্শক শ্রোতাদের মুগ্ধকরে।

উপজেলার সংস্কৃতি অঙ্গনের সূতিকাগার ও একসময়ের সংস্কৃতি কর্মীদের পথচারনা সদ্য মূখরিত প্রতিষ্ঠানে নাটক মঞ্চস্থ উপলক্ষে সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে নাটকটি মঞ্চায়ন হয়। 

অনুষ্ঠান শেষে মিজানুর রহমান সোহাগের উপস্থাপনায় সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মঞ্চায়নাস্থ নাটকের বিষয়ে অভিব্যক্ত মত প্রকাশ করেন নাট্য সমিতি’র  নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, নাট্য সম্পাদক মোজাফ্ফর আলী, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ