পঞ্চগড় চিনিকল শ্রমিক কর্মচারিদের বিক্ষোভ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুুঁসিয়ারি


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  

পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধ ঘোষণার প্রতিবাদে টানা বিক্ষোভ মিছিল কর্মসূচি অব্যাহত রেখেছে শ্রমিক কর্মচারীরা। সোমবার সকাল থেকেই সুগার মিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি পঞ্চগড়-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে সুগার মিল চত্বরে এসে শেষ হয়। 

পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা আখ মাড়াই বন্ধের প্রতিবাদ জানিয়ে ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তারা আগামী ৯ ডিসেম্বর তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। দাবি মানা না হলে ১৫ ডিসেম্বর থেকে আরও কঠোর কর্মসূচি হাতে নেয়ার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ