ঠাকুরগাঁওয়ে ৩দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠন


মেহেদী হাসান,ঠাকুরগাঁওঃ

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি,সমতল আদিবাস দেও জন্য পৃথক মন্ত্রণালয় ও ভুমি কমিশন গঠনের দাবিতে মানবন্ধন করেছে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠন , কেন্দ্রয় কমিনিটি  মঙ্গলবার ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের সভাপতি বকুল চন্দ্র বর্মনের  সভাপতিত্বে ও পরিমল চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের উপদেষ্টা সাবেক সাধারন সম্পাদক প্রকাশ বর্মন,  

বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সভাপতি চন্দন কোচ,বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সাধারন সম্পাদক অনিল মৃ,গাজীপুর সম্মিলিত আদিবাসী সংগঠনের কোষাধক্ষ সুকলাল বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন ।

বক্তারা অবিলম্বে আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি,সমতল আদিবাস দের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভুমি কমিশন গঠনের দাবি জানান  ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ