পঞ্চগড়ে শীত ক্রমশ বাড়ছে


পঞ্চগড় থেকে কামরুল ইসলাম কামুঃ

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলা। ভারত ঘেঁষা এ জেলার গুরুত্ব অপরিসীম। ভারত,নেপাল ও ভূট্রানের কোল ঘেঁষে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। পরিবেশবিদ , আবহাওয়াবিদ ভূ তাত্বিক গবেষকদের কাছে রয়েছে অঞ্চলের মানুষের জীব বৈচিত্রের অপারগুরত্ব।ক‘দিন ধরে তাপমাত্রা উঠানামা করায় শীতের অনুভূতি তেমন একটা সাড়া ফেলেনি। 

তবে বৃহষ্পতিবার থেকে বেশ শীত অনুভ’ত হচ্ছে। শুক্ররবার দুপুরে হাল্কা রোদের দেখা মেলে। বিকেল হতে না হতেই রোদ মেঘে ঢাকা পড়ে। 

তেতুঁলিয়া আবহাওয়া অফিস জানায় ‘ আজ শুক্ররবার সর্ব নিম্ম তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। তবে এবছরের সবচেয়ে তাপমাত্রা কম ছিলো ১২ নভেম্বর ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।বৃহষ্পতিবার ও শুক্ররবার শীতের আমেজ অনেকটা শীত কাল মনে হয়। 

পঞ্চগড় শহরতলীর বাস টার্মিনাল এলাকার বাসিন্দা মেরিনা আকতার জাহান শিল্পী বলেন ‘ সন্ধ্যা আর সকালে কিছুটচা শীত বাড়ে। সকাল বেলা বাজার ঘুরে দেখা যায় মানুষ শীতের কাপড় ব্যবহার করছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন ‘আপাতত: শৈত্য প্রবাহের খবর নেই।’ কুয়াশার সাথে শীত বাড়বে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ