পঞ্চগড়ে শীতের আমেজ : ঘরে ঘরে শীতের উষ্ণতা


পঞ্চগড় থেকে কামরুল ইসলাম কামুঃ 
হিমকণ্যা খ্যাত পঞ্চগড়ে শীতের আমেজ। উত্তরের শেষ জেলা পঞ্চগড়। ভারত ,নেপাল,ভূট্রান ঘেঁষা জাতীয় র্অথনীতিতে বেশ অবদান পঞ্চগড়ের বাংলাবান্ধার। বানিজ্যিক ক্ষেত্রে যার বিকাশ দেশের অর্থনৈতিক উন্নয়ন শিবিরে। শীতে দেখা মিলে পর্বত শূঙ্গার কাঞ্চন জঙ্ঘার। আসে পর্যটকরা। শীত আসছে,আসবে এমন অপেক্ষা। 

ঠিক শীত পড়েছে বুধবার থেকে। হঠাৎ করেই সেদিন সন্ধ্যায় মৃদু শৈত্যপ্রবাহ শীতে রুপান্তর হয় পঞ্চগড়। তেতুঁলিয়া আবহাওয়া অফিস জানায় ‘ শীত পড়েছে। যা আস্তে আস্তে বাড়বে। হঠাৎ শীতের আমেজের কারনে শীতবস্ত্রের দোকানে ভীরতে শুরু করেছে মানুষ।ঘরে ঘরে শীতের উষ্ণতায় শীতের কাপড় পড়ছে সব শ্রেনীর মানুষ। 

রাত হওয়ার পর কুয়াশা পড়ছে পথে -প্রান্তরে। শীত পড়ার সাথে সাথে অনেকের জ¦র স্বর্দির প্রকোপ দেখা গেছে। তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন ‘শুক্ররবার সর্ব ন্মি তাপম্রাতা ছিলো ‘ ১৬ ডিগ্রী সেলসিয়াস। তিনি বলেন‘ শীত ক্রমান্বয়ে বাড়বে।’ এদিকে দিনের বেলা রোদ্র দেখা দিলেও বিকেল হতে না হতেই ‘ তা মিলিয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ