রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার:
নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটিতে জোন ভিত্তিক স্কুল-কলেজ খোলার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার ( ২১ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজ গেটের সামনে জোন ভিত্তিক স্কুল কলেজ খোলার দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করেন স্কুল কলেজের সাধারন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবী জানান, যেসব এলাকায় করোনা কম সংক্রমিত হয়েছে বা রেড জোনের আওতামুক্ত রয়েছে, সেসব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলে দেয়া হোক। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাহফুজ আলম অনি, মিল্লাত ইসলাম, শরীফ হোসেন হিরা, শরীফা আখতার, সালমা জাহান, খাদিজা আক্তার প্রমূখ।
0 মন্তব্যসমূহ