দিনাজপুরের খানসামায় সাধু সমাবেশ অনুষ্ঠিত


নুপুর নাহার তাজ চৌধুরী, দিনাজপুরঃ

দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেরভেড়ী ইউনিয়নের নিতাইগঞ্জ বাজারে সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সাধু সমাবেশ এর আয়োজন। 

গত  বৃহস্পতিবার ১২ই  নভেম্বর বিকালে দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেরভেড়ী ইউনিয়নের নিতাইগঞ্জ বাজারে সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়। খানসামা উপজেলার ২ নং ভেরভেড়ী ইউনিয়নের  চেয়ারম্যান হাফিজুল হক সরকার হাফিজ এর সভাপতিত্বে এই সাধু সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা শাখার হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আহবায়ক  শ্রী জীতেন্দ্র নাথ রায়। 

খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলার ২নং ভেরভেড়ী ইউনিয়ন শাখার সভাপতি সচিন্দ্রনাথ রায়, খানসামা উপজেলার আওয়ামী যুবলীগ আহবায়ক আবুল কালাম আজাদ, খানসামা উপজেলার ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন শাখার নেতা অজিদ কুমার রায়, 

খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ছাত্রলীগের  আহবায়ক লিটন রহমান লিটু, ৪নং খামারপাড়া ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক সবুজ ইসলাম, ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহমেদ শামীম, সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক চন্দ্রদ্বীপ কাওয়ালী, উজ্জ্বল রায়, সদস্য সুৃমন শাহ সহ অনেকে। 

অনুষ্ঠানটিতে খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন দুইজন বাদককে  এক হাজার টাকা করে দুই হাজার টাকা পুরুস্কার প্রদান করেন। চকরামপুর গ্রামের বাবু ঘণশ্যাম রায় (শিংগী)  অপর জন একই গ্রামের ধীরেন্দ্র নাথ রায় (ধীরেন সাধু) খমক বাদক।  দুইজন মনমুুগ্ধকর যন্ত্র সংগীত পরিবেশন করে সবার মন জয় করে নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ