মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সৈয়দপুরে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন


মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর সৈয়দপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবেলায় তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অাওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচি প্রকল্পে ওই তালবীজ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ওই তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে তিস্তা ক্যানেলের পাড়ে তাল বীজ রোপন কর্মসূচির উদ্বোধন  করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, 

সংশ্লিষ্ট ইউপি সচিব মো. আহসান হাবিব, ইউপি সদস্য মো. জুলফিকার আলী,  মো. লুৎফর রহমান খান,  মো. আনিসুর রহমান, খয়রাত আলী, রেজাউল হক মন্ডল রেজু, মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগম, মোছা. জীবন নেসা ও শাহানাজ বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

তাল বীজরোপনে চৌমুহনী বাজারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন সেফটি জোনের সভাপতি মো. নাহিদ হাসানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা দেন। উপজেলা পিআইও দপ্তর সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচি আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটিতে পাঁচশত করে দুই হাজার পাঁচশত তাল বীজ রোপনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ