দিনাজপুরে ২০৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভুট্টা বোঝাই ট্রাক থেকে ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিশনমোড় বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের হাসান আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪২) ও বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার কলাভিমা গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মিলন হোসেন (২২)। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মিশনমোড় বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ।

 এ সময় ভুট্টা বোঝাই ঢাকাগামী ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২০৫ বোতল ফেনসিডিল জব্দ করেন তারা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মাদকের চালানটি ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। 

আমরা গভীর রাতে চেকপোস্ট বসিয়ে তা জব্দ করি। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ