দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে বিজয়ী

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ 

দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের বেসরকারী ফলাফলে চশমা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী উত্তম কুমার রায়। 

২০ অক্টোবর মঙ্গলবার রাতে দিনাজপুর সদর উপজেলা পরিষদের পুরাতন হল রুমে সাংবাদিক, পুলিশ, র‌্যাব’র উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক।

ফলাফলে ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারীভাবে চশমা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম সোহাগ ৫২ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবওয়েল প্রতীকের প্রার্থী উত্তম কুমার রায় পেয়েছেন ১৫ হাজার ১৬৯ এবং অপর প্রার্থী উড়োজাহাজ প্রতীকের ফয়সাল ইবনে আজিজ চঞ্চল ভোট পেয়েছেন ১২ হাজার ৮৫২। 

রিটার্নিং অফিসার জানান, নির্বাচনে ৩ লাখ ৬৪ হাজার ৫০৩ জন ভোটারের মধ্যে ৮১ হাজার ৩২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৮০ হাজার ৪৪৩ এবং অবৈধ ভোটের সংখ্যা ৮৮২। অপরদিকে চিরিরবন্দর সাতনালা ইউপি উপ-নির্বাচনে ধানের শীষের জয়।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুলের চাচাতো ভাই এনামুল হক শাহ্ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হামিদ শাহ্ (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৮১৩ ভোট। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দিকে আওয়ামীলীগের আরেক স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম শাহ্ (আনারস) প্রতীকে পেয়েছেন ১৯৮৬ ভোট। 

আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২২১৫ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (লাঙল)  প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (চশমা) প্রতীকে পেয়েছেন ১১০ ভোট।  

নির্বাচন সূত্রে জানাগেছে, সাতনালা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪৪০৫ জন। মোট ভোট গ্রহন হয়েছে ১০৫২৩ জনে। বাতিল হয়েছে ৩৫০৮ ভোট। এ ইউনিয়নের চেয়ারম্যান মো.ফজলুর রহমান দুলাল গত ১৫ জুলাই বুধবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ