ডিমলায় অবৈধ পার্কিংয়ে অটো চালকদের জরিমানা

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
অবৈধ পার্কিংয়ে অটো চালকদের জরিমানা করা হয়েছে। রবিবার (৬-সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার প্রধান সড়ক সহ বাবুরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টি করার বেপারে অটো চালককে সর্তক করা হয়। 

সর্তক করার পরেও অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ৬ জন অটো চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়। তিনি জানান, 

ডিমলার মেইন রোড সহ উপজেলা মেইন গেইট, স্মৃতি সৌধ এর চারপাশ ও বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটো ও মিশুক চালকরা কোন নিয়ম কানুন না মেনে যত্রতত্র গাড়ী পার্কিং করে যানজট সৃষ্টি করছে। এতে শিশু, বৃদ্ধ সহ সকল পথচারী কঠিন বিপদের মধে দিয়ে চলাচল এবং রাস্তা পারাপার করছে। 

যার কারণে আজকে তাদেরকে সর্তক ও জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ