ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ বিনামুল্যে সবজি বীজ ও গাছের চারা বিতরণ

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ 
ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। গতকাল বুধবার সদর উপজেলার নারগুন সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, 

নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাফুরুজ্জামান শাহ শাকিল, প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন, কহরপাড়া গ্রাম উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রমুখ। 

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ৬৩৬টি পরিবারের মাঝে জনপ্রতি ১ প্যাকেট করে সবজি বীজ, ৪ টি পেয়ারা, ২টি লেবুর গ্রাছ প্রদান করা হয়। এছাড়াও বানিজ্যিক চাষের জন্য জনপ্রতি ৩০টি পেয়ারা, ২৫ টি লেবু ও ২০টি আম গাছের চারা বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ