ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ 

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্র সমূহে সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। গত রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এনরিচ প্রচল্পের এনকোর প্রোগ্রামের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, 

জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডা: দেওয়ান মোর্শেদ কামাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরেজ জামান জুয়েল, ওয়ার্ল্ড ভিশন এনরিচ্ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, উপজেলা সমন্বয়কারী আজিজুল হক প্রমুখ। 

এ সময় মোট ৬৮ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকার সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।  এর মধ্যে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র সমূহে ১৪ হাজার মাস্ক, ১ হাজার আই প্রোটেকশন গোগলস, ৭ হাজার ৫শ সার্জিক্যাল গ্লাভস, ৩ হাজার ,৬৯ এক্সামিনেশন গ্লাভস, ৫৩৪ টি এপ্রোন, ১ হাজার ৩৬০টি পেপার বেড শিট, ১ হাজার ২৬০টি গজ, 

৩ হাজার ৩৯৫টি বেন্ডেজ, ৪ হাজার ২৯৫ গ্রাম কটন তুলা, ১৫ হাজার ৭৯০টি সার্জিক্যাল নিডিল, ৪ হাজার লুবরিকেটিং জেলি, ২২১ টি ইনফ্রারেট থার্মোমিটার, ৫ হাজার বাইয়োহাজারড ব্যাগ, ৪ হাজার ৫শটি ইউরিন ব্যাগ, ২৫ টি নেবুলাইজার, ৫০টি অক্সিজেন সিলিন্ডার, ১০ হাজার ৬৪০টি স্যানিটাইজার, ১ হাজার ৯৯টি ডিসিনফেকটেন্ট কন্টেইনারসসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ