বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াডে চট্টগ্রাম বিভাগের সাত মুখ

মোহাম্মদ এরশাদঃ 
করোনাকে পিছনে ফেলে মাঠে ফিরছে ক্রিকেট। বিসিবির অধীনে শুরু হয়েছে অনুশীলন।

চূড়ান্ত হচ্ছে বাংলাদেশের পরবর্তী সিরিজের দিনক্ষণও। মাঠে খেলা ফিরানোর অনুমতি মিলেছে সরকার থেকেও। তাই বিসিবি হাত দিয়েছে আকবর ইমনদের উত্তরসূরী খোজার কাজে ।পরবর্তী যুব বিশ্বকাপের জন্য এখন থেকেই যুবাদের তৈরী করতে চায় বিসিবি। তাই ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে ঘোষণা করা হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক স্কোয়াড।তিন ধাপে এই ৪৫ জন ক্রিকেটারকে বিকেএসপিতে পাঠাবে বিসিবি। প্রতি ধাপে ১৫ জন ক্রিকেটারকে করোনা টেস্টের পরই ক্যাম্পে পাঠানো হবে। ১৫  আগস্ট রিপোর্টিং। ২০ আগস্ট সময়কালে করোনা টেস্ট। 

এতে চট্টগ্রাম বিভাগ থেকে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেন ফারদিন খান,মইনুল হাসান,শাহরিয়ার আলম মাহিন, জিল্লুর রহমান,আশরাফুল হাসান রোহান,বায়েজিদ মিয়া রোমান,আশরাফুল ইসলাম সাইম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ