ঠাকুরগাঁওয়ে ইবতেদায়ী মাদ্রাসার প্রকল্প অনুমদনের দাবীতে স্বারকলিপি

মেহেদী হাসান,  ঠাকুরগাঁও: 
মাননীয় প্রধানমন্ত্রী  কর্তৃক প্রস্তাবিত  ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের দারুল আকরাম মাদরাসা প্রকল্প পুনঃঅনুমোদন ও শিক্ষকদের ৬ মাস ধরে বন্ধ থাকা বেতন ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী বরাবর ঠাকুরগাঁও জেলা প্রশাসককে একটি স্বারকলিপি  প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যান সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের হাতে এ স্বারকলিপি  তুলে দেওয়া হয়।  

দাবিসমূহ   : ক) আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকদের বেতন ভাতা প্রদান করা। খ) শিক্ষকদের স্থায়ী জনবল হিসেবে উল্লেখ করে স্কেল ভিত্তিক বেতন প্রদান করা । 

গ) শিক্ষকদের পিটিআই ট্রেনিং ,পর্যন্ত  পরিমাণ শিক্ষক নিয়োগ ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে রাজস্ব ভুক্ত করা। স্বারকলিপি  প্রদানকালে 

উপস্থিত  ছিলেন বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যান সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মানিকুর রহমান , মাও: মাকসুদুর রহমান, মাও: আব্দুর রহমান, আঞ্জুয়ারা বেগম সহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ