প্রণোদনার দাবীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানাবন্ধন

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ 
বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য   পরিষদ বালিয়াডাঙ্গী শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনার দাবীতে শিক্ষক কর্মচারীগণের মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গোটা দেশের ন্যায় আজ সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শিক্ষক কর্মচারীগণ প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রণোদনার দাবী তোলেন। 

বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী শাখার সভাপতি রফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা কবি জুলফিকার আলী জিল্লুর,পিপলস কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল ও সংগঠনের সহ সভাপতি আবুল হোসেন, বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক ও প্রেসক্লাব সভাপতি রমজান আলী, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল করিম প্রমুখ। 

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন,বালিয়াডাঙ্গী কিন্ডার গার্টেনের শিক্ষক কর্মচারীগণ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সামান্য ফি'র টাকায় বেতন পান।চার মাস যাবৎ প্রতিষ্ঠাগুলো বন্ধ।অভিভাবকগণের কাছ থেকে কোন রকম ফি তাঁরা নিতে পারছেন না।  

তাই কোন শিক্ষক কর্মচারীকেও প্রতিষ্ঠানগুলো বেতন দিতে পারছেন না। ভাড়ায় থাকা স্কুল গুলোর অবস্থা আরো বেগতিক। প্রাতিষ্ঠানিক ভাড়া,বিদ্যুৎ বিলসহ বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় প্রতিষ্ঠান প্রধানগণকে। 

এজন্যই আজ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনা প্রাপ্তির জন্য মানববন্ধনের মাধ্যমে দৃষ্টি আর্কষণ করেছেন বালিয়াডাঙ্গীর চার শতাধিক শিক্ষক কর্মচারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ