করোনা মহামারিতে সবচেয়ে বড় যোদ্ধা চিকিৎসকরা -এমপি গোপাল

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুরঃ 
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসকদের মাঝে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) করা হয়েছে। 

৫ জুলাই ২০২০ রোববার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রশান্ত রায় এর হাতে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

এসময় তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও নার্সরা নিরন্তর কাজ করে যাচ্ছে। করোনা মহামারির সবচেয়ে বড় যোদ্ধা ডাক্তার ও চিকিৎসকরা। 

সারাবিশ্বের মতো বাংলাদেশের ডাক্তাররাও নিজেদের সর্বোচ্চ উজাড় করে সেবা দিচ্ছেন।  

এসময় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন ডিএস (উত্তরবঙ্গের প্রধান) রেভারেন্ট জেমস বারই, 

কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ