ডিমলায় ভ্রাম্যমান আদালতের উপর হামলা : থানা পুলিশের এসআই আহত : গ্রেফতার-১

জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমান আদালতের উপর হামলা করেছে এক হোটেল ব্যবসায়ী। এতে পুলিশের এক উপ-পরিদর্শক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার টুনিরহাট বাজারের নকিয়া প্লাজা মিম হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ ঘটনা ঘটে। থানা পুলিশ জানায়, গতকাল (৪-জুন) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার টুনিরহাট বাজারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের নেতৃত্বে অভিযানে যায় ভ্রাম্যমান আদালতের একটি টিম। করোনা বিষয়ে সরকারী নির্দেশ উপেক্ষা করে হোটেল খোলা রাখায় হোটেলের মালিক মিলন ইসলাম (৪০) কে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা অনাদেয় ১৫ দিনের জেল। ঐ ব্যবসায়ী জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে গাড়ীতে উঠতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ঐ ব্যবসায়ী একটি ধারালো ছুন্নি দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যান। এতে ডিমলা থানার উপ-পরিদর্শক বাকিনুর ইসলাম আহত হন। আহত উপ-পরিদর্শক বাকিনুর ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হামলাকারী ঐ ব্যবসায়ীকে ধরতে পুলিশের অভিযান চালিয়ে আজ শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ নামক এলাকা থেকে গ্রেফতার করেছে ঐ হোটেল ব্যবসায়ী মিলন ইসলাকে বলে জানিয়েছেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ