নওগাঁর মহাদেবপুরে সারের দাম বেশি নেওয়ায় ও নকল কীটনাশক সহ বিভিন্ন অননুমোদিত পণ্য উৎপাদনের দায়ে পৃথক ভ্রাম্যমান আদালতে নগদ ৯০ হাজার টাকা জরিমানা আদায়


কাজী সামছুজ্জোহা মিলন, নওগাঁ,
নওগাঁর মহাদেবপুরে ডিএপি সারের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। কৃষকেরা যেন ন্যায্য মূল্যে ডিএপি সার কিনতে পারে এজন্য দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকদের কথা চিন্তা করে বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার প্রতিটি হাট-বাজারের বিভিন্ন দোকান পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। গত জুন উপজেলার সরস্বতীপুর বাজারে অভিযান চালিয়ে কৃষকদের নিকট থেকে বিএপি সারের দাম বেশি নেওয়ার অপরাধে সাগর লক্ষ্মী ট্রেডার্স নামে দুটি দোকানের ৪০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন। মহাদেবপুর উপজেলার দায়িত্বরত ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরী অভিযান চালিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা আদায় করেন। এসময় কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় উপস্থিত ছিলেন। অপরদিকে জুন বেলা ১১ টায় উপজেলার শিবগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসডি কেমিক্যালস নামক প্রতিষ্ঠানের বিষয় বস্তুর অবহেলা মূলক ব্যবহার , প্যাকেটজাত পণ্যর উৎপাদন বিক্রয় মূল্য না থাকা, নকল পণ্য উৎপাদন করার অপরাধে ২৮৪ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৭ ৫০নং ধারা মোতাবেক উল্লেখিত পণ্য এবং অননুমোদিত ব্র্যান্ডের পণ্যর লেভেল জব্দ পূর্বক নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওস্তাদ ব্রান্ডের কীটনাশক বীষ উৎপাদনের অনুমতি থাকলেও তারা সিরিয়াস, ম্যাজিক , কারেন্ট, দ্বীন গোল্ড হরমোন প্লাস, অল ক্লিয়ার ইত্যাদি অনুমোদনহীন পাউডার কীটনাশক উৎপাদন করে বাজারে বিক্রি করে আসছিল। ইপিসি - রাব জয়পুরহাটের সদস্যগণ অভিযানে অংশ নেন। এসময় এসডি কেমিক্যালসের পরিচালক শাহিনুর আলম উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ