কালীগঞ্জ থানা পুলিশের অভিজানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার দিক নির্দেশে ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। 

তারই অংশ হিসেবে,৮জুন (সোমবার) রাত  সাড়ে তিনটায় কালীগঞ্জ থানার এস আই আব্দুর রসিদ, এস আই আলমগীর, এ এস আই মোফাজ্জল হোসেন, ও সঙ্গীয় ফোর্স কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ঘোংয়া গাছা নামক এলাকায় ১শত বোতল ফেন্সিডিলসহ উত্তম বর্মন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত উত্তম বর্মন উপজেলার গোড়ল ঘোংয়া গাছা এলাকার শ্রী রতন রায়ের ছেলে। অন্য দিকে একই দিনে উপজেলার সিরাজুল মার্কেটের সামন থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন রংপুর পশুরাম থানার শেখ পাড়া এলাকার সুজা মিয়ার ছেলে শফিকুল ইসলাম,একই এলাকার বাবলু মিয়ার ছেলে মনিরুল ইসলাম কে কালীগঞ্জ থানার এস আই কনোক রঞ্জন বর্মন, এ এস আই তাজুল ও সঙ্গীয় ফোর্স দের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে। 

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলারুজু করা হয়। আসামীদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে কালীগঞ্জ থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ অভিযানে ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ