সৈয়দপুরে গত এক মাসে সোয়া দুই লাখ টাকার বেশি জরিমানা আদায় ভ্রাম্যমান আদালতের


মিজানুর রহমান মিলন স্টাফ রিপোর্টারঃ সৈয়দপুরে গত এপ্রিল মাসে ২৫টি অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোয়া দুই লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা না মানায় ওই মাসে ভ্রামামান আদালত পরিচালনা করে ১১৮ জন ব্যক্তির ওই পরিমাণ অর্থদন্ড করা হয়। ওই মাসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। আদালত সূত্রে জানা গেছে,  সৈয়দপুর  উপজেলা প্রশাসনের থেকে গত এপ্রিল মাসে মোট ২৫ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ওই সময়ে ১১৮জন ব্যক্তির কাছ থেকে সর্বমোট লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে গত এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫৮জন ব্যক্তির জরিমানা করা হয় ৫০ হাজার ৭শ টাকা। আর ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৩ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সময়ে ৬০ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৭৪ হাজার ৮শটাকা। সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা, উদ্দেশ্যহীনভাবে চলাচল করা, করোনা ভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইন অমান্য করা এবং বাজারে দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্য বেশি রাখার কারণে ভ্রামাম্যান আদালত পরিচালনা করা হয়।    সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, গত এপ্রিল মাসে  তাঁর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ১১৮ জন ব্যক্তিকে শাস্তির আওতায় এনে দুই লক্ষ পঁচিশ হাজার পাচ শত টাকা অর্থদণ্ড আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। তিনি বলেন, সৈয়দপুর উপজেলাকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে  উপজেলা প্রশাসন থেকে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি  সবাইকে ঘরে থেকে সৈয়দপুর উপজেলাকে করোনা মুক্ত রাখার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে বলেন আসুন আমরা সবাই ঘরে থাকি, করোনা থেকে মুক্ত থাকি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ