সৈয়দপুরে ৩ প্রতিষ্ঠানের মালিককে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা


নীলফামারী প্রতিনিধিঃ 
নীলফামারী জেলার সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন মানের উপকরণ দিয়ে লাচ্ছা তৈরী বাজারজাতকরণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার(১১ মে)শহরের বিভিন্ন কনফেকশনারীতে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (নীলফামারী জেলার দায়িত্ব) বোরহান উদ্দিন,সৈয়দপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন ্যাব-১৩ নীলফামারীর ক্যাম্পের সদস্যবৃন্দ। অভিযানে শহরের নতুন বাবুপাড়ার ডায়মন্ড বেকারীর মালিক আখতার হোসেন পাপ্পুর ৪৫ হাজার টাকা, সৈয়দপুর প্লাজা সংলগ্ন তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনের আশা বেকারীর ৫৫ হাজার এবং জাফর বেকারীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ