নাটোরে গাছ থেকে আম ২০ মে ও লিচু ২১ মে থেকে সংগ্রহ শুরুর তারিখ নির্ধারন

মোঃ শরিফ,নাটোর
রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে আগামী ২০ মে থেকে আম ২১ মে থেকে লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর- আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক সুব্রত কুমার সরকার,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, আম চাষী সেলিম রেজা পরবর্ত্তীতে ২৫ মে থেকে স্থানীয় দেশীয় জাতের গুটি বৈশাখী আম, ২৮ মে থেকে রাণী পছন্দ ক্ষীরসাপাত, জুন থেকে লক্ষণভোগ মহান্দা, জুন থেকে ল্যাংড়া, জুন থেকে কাঁচামিঠা, ১৫ জুন থেকে দুধসর, কার্ডিমন মোহনভোগ  জাতের আম, ১৬ জুন থেকে কৃষাণভোগ, ২০ জুন থেকে হাড়িভাঙ্গা আম, ৩০ জুন থেকে ¤্রপালী, মল্লিকা ফজলী, ১৫ জুলাই থেকে বারি-, ২০ জুলাই থেকে আশ্বিনা জাতের আম এবং সর্বশেষ ১৫ আগষ্ট থেকে গৌড়মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে অপরদিকে ২১ মে থেকে মুজাফফর জাতের লিচু এবং ১৫ জুন থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়
এই সময়সূচীর আগে কোন জাতের আম লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ