হরিপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেয়া ত্রাণ বিজিবি’র মাধ্যমে বিতরণ

মেহেদী হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মানবতার জন্য কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুর শাখা হতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে লকডাউন পরিস্থিতির কারণে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ এর বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তবর্তী অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার ৩য় পর্যায়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ এর কারিগাঁও, মশালগাঁও, বাসালগাঁও ও মিনাপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় ৪শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময়  উপস্থিত  ছিলেন বিজিবি’র দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের কারিগাঁও কোম্পানী কমান্ডার সুবেদার মুনসুর আলী, মিনাপুর বিওপি কমান্ডার হাবিলদার শ্রী গোপাল চন্দ্র, বাসালগাঁও কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার শ্রী নির্মল কুমার,মশালগাঁও কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মঙ্গলা, হাবিলদার মোঃ হারুন-অর রশিদ, সিপাহী মোকলেসুর রহমান, হাবিলদার মজিবর রহমানসহ বিজিবি’র সদস্যগণ। বিজিবি’র দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ ব্যাটালিয়নের কারিগাঁও কোম্পানী কমান্ডার সুবেদার মুনসুর আলী বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন মানবতার কাজ করছেন। আপনারাও যে যার অবস্থান থেকে অসহায়, গরীব মানুষদের পাশে দাঁড়ান। তাদের ত্রাণ ও সহ আর্থিক সাহায়তা দিন। কারণ মানুষ মানুষের জন্য। তিনি আরো বলেন, দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ