সিরাজগঞ্জে ২৮ জনকে ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ২৮ জনকে ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০২ মে) দুপুরে তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে শুক্রবার (০১ মে) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত জেলার সদর তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানগুলো চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করা সরকার বিরোধী গুজব সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলায় ২৮ জনকে মোট ৬৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ৩৯ দিনে ২৭৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাজার ৬৩২ টি মামলায় হাজার ৭৮২ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩২ লাখ ৭১ হাজার ৪১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ