সৈয়দপুর শহরের কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিল জাওয়াদুল হক ফাউন্ডেশন।

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ সৈয়দপুরে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজনের মাঝে খাদ্য সহায়তায় এগিয়ে এলো জাওয়াদুল হক ফাউন্ডেশন। গতকাল রবিবার রাতে শহরের মিস্ত্রিপাড়াসহ বিভিন্ন এলাকায় ওইসব খাদ্য সহায়তা দেয়া হয়। সুত্র জানায়, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত জাওয়াদুল হকের নামে গড়ে তোলা হয় জাওয়াদুল হক ফাউন্ডেশন। পরিবারের পক্ষ থেকে প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত জাওয়াদুল হক সরকারের জামাতা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আসাদুল ইসলাম আসাদের উদ্যোগে বিভিন্ন এলাকার কর্মহীন তিনশত পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। সামাজিক দূরত্ব বজায় রাখতে গতকাল রবিবার রাতে বাড়ি বাড়ি গিয়ে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যের মধ্যে ছিল চাল ৫ কেজি,ডাল ৫০০ গ্রাম,আলু ২ কেজি ও তেল আধা লিটার। তিনশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রয়াত জাওয়াদুল হকের ছোটভাই মো. আবুল কাশেম সরকার দুলু, জামাতা সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আসাদুল ইসলাম আসাদসহ পরিবারের সদস্য ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এব্যাপারে জানতে চাইলে ফাউন্ডেশনের সদস্য আসাদুল ইসলাম আসাদ বলেন পারিবারিক সিদ্ধান্তে অসহায়দের মাঝে ফাউন্ডেশনের পক্ষে খাদ্য সহায়তা দেয়া হয়েছে মানুষজনের মাঝে। তিনি বলেন সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কারণে অসহায়দের সহযোগিতা করতে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ