নীলফামারীর ডোমারে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত

রতন কুমার রায় ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া ছাত্র করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত বলে নিশ্চিত করেন সিভিল সার্জন রনজিত কুমার বর্মণ। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়,গত এক সপ্তাহ আগে (৮ এপ্রিল) পার্শবর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের এক কলেজ পড়ুয়া ছাত্র জ্বর ও পাতলা পায়খানা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় (১১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর সুস্থ্যবোধ করায় ওই দিনেই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ছাড়পত্র দেওয়া হলে সে নিজ বাড়ীতে অবস্থান করেছিল। রংপুর মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে সোমবার(১৩ এপ্রিল) বিকেলে রিপোর্ট আসলে ওই ছাত্রের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের( ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ডাক্তার, নার্স, আয়া সহ মোট ২৫ জনকে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানায় ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকতার্ মোহাম্মদ ইব্রাহীম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ