করোনায় আক্রান্তদের খোঁজ খবর নিতে বাড়ি বাড়ি ডিসি-এসপি

নাটোর প্রতিনিধি
নাটোরে করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহাবুধবার বিকেলে সিংড়া উপজেলায় করোনা আক্রান্ত ৫জনের বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বোজায় রেখে তাদের খোঁজ নেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় তাদের যে কোন সহযোগিতা প্রয়োজনীয় হলে স্থানীয় প্রশাসনকে অবগত করতে বলা হয়। পাশাপাশি নিয়ম মেনে ঘরে থাকতে তাদের অনুরোধ জানানো হয়। এসময় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসকএসময় জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিংড়া উপজেলার নির্বাহী অফিসার নাসরিন বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর- আলম সঙ্গে ছিলেনঅপরদিকে, সকালে নাটোর সদর উপজেলার ছাতনী আঘদিঘা এলাকায় আক্রান্ত নারীর বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলএসময় জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, ওসি জাহাঙ্গীর হোসেন সঙ্গে ছিলেনউল্লেখ্য, নাটোর জেলায় মোট ৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে সিংড়ায় ৫জন, সদর উপজেলায় ১জন এবং গুরুদাসপুরে ২জন আক্রান্ত হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ