এবার নাটোরে এক আয়ুবেদিক চিকিৎসক করোনায় আক্রান্ত ॥ বাড়ী লকডাউন

মোঃ শরিফ, নাটোর
নাটোরে এবার এক আয়ুর্বেদিক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালের বহির বিভাগের চিকিৎসক বলে জানা গেছে। আক্রান্ত চিকিৎসক শহরের বলারিপাড়া মহল্লার বাসিন্দা। এদিকে বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে পাঠানো ফলাফলে ওই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের পজিটিভ আসলে বৃহস্পতিবার সকালে চিকিৎসকের বাড়ীটিতে লাল পতাকা টাঙ্গীয়ে লক ডাউন করে প্রশাসন।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৬ এপ্রিল হাসপাতালের কয়েকজন চিকিৎসক স্ট্যাফ তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা দেন। সময় ওই চিকিৎসকও তার নমুনা পরীক্ষার জন্য দেন। এরপর তিনি সহ সকলেই নিয়মিত হাসপাতালে সেবা দিয়ে চলেছেন। বুধবার ২৯ এপ্রিল রাতে সকলের নমুনার ফলাফল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে নাটোরে সিভিল সার্জন বরাবর পাঠানো হয়। সেখানে শুধু মাত্র ওই চিকিৎসকের করোনার ফলাফল পজেটিভ আসে এবং বাকী সকলের ফলাফল নেগেটিভ আসে। তবে তিনি এখন সুস্থ্য রয়েছেন। তার শরীরে করোনা ভাইরাসের কোন রকম উপসর্গ পাওয়া যায়নি। এই সংবাদের পর থেকে তার বাড়ীটিতে লাল পতাকা দিয়ে লকডাউন করা হয়েছে এবং তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ