বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে গুজব, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাকলাইন শুভ, বড়াইগ্রাম প্রতিনিধি ,
নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি অানিসুর রহমান সরকারের বিরুদ্ধে ফেসবুকে চাল চুরির মিথ্যা তথ্য প্রকাশ করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অানিসুর রহমান সরকার নিজে বাদীহয়ে শনিবার (১৮ এপ্রিল) রাতে ওই মামলা দায়ের করেছেন। এর অাগে (১৭ এপ্রিল) শুক্রবার রাতে তিনি থানায় একটি সাধারন ডাইরি (জিডি) করেন। মামলায় উজ্জল মোল্লা (২৬) নামের এক যুবককে আসামি করা হয়েছে। উজ্জল উপজেলার চান্দাই ইউনিয়নের তেলো গ্রামের কানা সাইফুলের ছোট ছেলে
অথ্য অনুসন্ধানে জানাযায় , মামলার আসামী উজ্জল (২৬) বিভিন্ন সময়ে নিজেকে বাবদল থেকে অাওয়ামী লীগে চিহ্নত অনুপ্রবেশকারী বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুরর রহমান পাটোয়ারির অনুসারী পরিচয় দিয়ে থাকেন। উজ্জল দাসগ্রামের তার আরো দুই সহযোগি (এলজি গান ককটেল মামলার অাসামী উপজেলা জাতীয় পার্টির স্বঘোষিত সভাপতি 'কানা সাইদ'এর দুইছেলে নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী যুবক "অাবু সুফিয়ান হৃদয়" "অাবু সিয়াম"সহ ছয়/সাত জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নিজেদের নামে ফেইক আইডি ফেসবুক থেকে এলাকার বিভিন্ন মেয়ের অশ্লীল ছবি প্রচার করে ব্লাকমেইল করে অর্থ অাত্মসাৎ সহ জনপ্রতিনিধি, সাংবাদিক বিত্তবানদের নামে মিথ্যা অপবাদ তথ্য পোস্ট করে বিভিন্নজনের কাছে মোটা অংকের চাঁদা দাবি আদায় এবং চেয়ারম্যান অানিসুর রহমানের মানসম্মান ক্ষুন্ন, হেয় প্রতিপন্ন,অপমান,অপদস্ত করে আসছিল। এটাই তাদের পেশা নেশা। লক্ষ্যে দীর্ঘদিন ধরে ওই চক্রটি ফেসবুকে চেয়ারম্যানে অানিসুর রহমান সরকারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে
গত ১৫ এপ্রিল উজ্জলের Md. Uzzal Hossain নামের ফেসবুক আইডি (Facebook Link: https://www.facebook.com/mduzzal.hossain.5891004) থেকে বাংলাদেশ যুব-মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তির ফেসবুক পেজে (Facebook Page Link: https://www.facebook.com/782485938479793/posts/3015809795147385/) চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির মিথ্যা বানোয়াট তথ্য কমেন্ট করেছে এবং তার স্কিনসর্ট কয়েকজনের ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে পাঠানো হয়েছে। এতে চেয়ারম্যানের মানসম্মান ক্ষুন্ন, হেয় প্রতিপন্ন অপমান, অপদস্ত করা হয়েছে এবং চেয়ারম্যানের কর্মীসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলাসহ আইনশৃঙ্খলা অবনতির উপক্রম হয়েছে। 
অনুসন্ধানে অারো জানাযায়, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী অাসামী উজ্জলকে এধরনের কাজে অারো উৎসাহিত করতে অার্থিক চুক্তির মাধ্যমে জেলার চিহ্নিত বিএনপি পন্থী দুই টেলিভিশন সাংবাদিকসহ বড়াইগ্রামের অারো দুইজন পরিচয়পত্র বিহীন পত্রিকার সাংবাদিককে দিয়ে ত্রান চাওয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে যখম করা হয়েছে এমন তথ্য নাটোরের পুলিশ সুপার বড়াইগ্রাম থানার ওসিকে ভূল তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রেসার দিয়ে উজ্জলের চাচা শহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে জেলা অাওয়ামী লীগের সভাপতি নাটোর- অাসনের সংসদ সদস্য অধ্যাপক অাব্দুল কুদ্দুস এমপির সমর্থিত সাংবাদিকসহ ১৪ জনকে অাসামী করে তদন্ত ছাড়াই একটি মারামারির ঘটনার মিথ্যা মামলা দায়ের করান

চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য জিয়াউর রহমান সরকার জানান, চেয়ারম্যান আনিসুর রহমানের সততা স্বচ্ছতার ব্যপারে বড়াইগ্রাম উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ অবগত। তিনি পর পর দুইবার জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তিনি কোন দিন জনগনের হক আত্মসাৎ করাতো দুরের কথা, পরিষদে কোন অনিয়ম হতে দেন নাই। কিন্তু চান্দাই ইউনিয়ন এর কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী (ইতিমধ্যে একাধিক মাদক মামলার আসামী) গুটিকয়েক মাদকসেবীরা চেয়ারম্যানের বিরোদ্ধে মিথ্যা গুজব সৃষ্টি করার পায়তারা করছে। এদের মুল উদ্দেশ্য প্রশাসন এবং নাটোর জজেলা অাওয়ামী লীগের সভাপতি নাটোর- অাসনের সংসদ সদস্য  অধ্যাপক অাব্দুল কুদ্দুস এমপি মহোদয়কে বিব্রতকর পরিস্থিতির মুখামুখি করা। আমি মনে করি প্রশাসনের উচিত এই সকল গুজব সৃষ্টিকারীদের দ্রুত গেফতারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্হা করা। অন্যথায় চান্দাই ইউনিয়ন আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে
চান্দাই ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান অানিসুর রহমান সরকার জানান, আমার মানহানির জন্য আইনের আশ্রয় নিয়েছি।  আমার বিরুদ্ধে চাল চুরির বানোয়াট মিথ্যা তথ্য ফেসবুকে দিয়ে আমাকে হেয় করা হয়েছে, মানসম্মান ক্ষুন্ন করা হয়েছে। সরকারী চাল পাওয়ার আগেই আমি নিজের অর্থে কয়েক হাজার মানুষের ঘরে ঘরে চাল-তেল-ডাল অালুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দিচ্ছি। উজ্জ্বল এলাকার চিহ্নিত একজন মাদকসেবী। তাদের একটি চক্র মাদক কেনার জন্য চুরি ছিনতাইয়ের মতো একাধিক অপরাধ করেছে। সম্প্রতি গরু চুরির ঘটনার সাথে উজ্জ্বলসহ   চক্রটি জড়িত ছিলো। তার বিরুদ্ধে এলাকার লোকজন সরব ছিলো। লোকজন আমার কাছে গরু চুরির বিচার দেয়। সেই ক্ষোভ থেকে ফেসবুকে আমাকেচাল চোরলিখে কমেন্ট করে সে। আমার সমর্থকরা তার ওপর হামলা করেনি। তারা নিজেদের মধ্যে মারামারি করে আমার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিলীপ কুমার দাস জানান, উভয় পক্ষের মামলা রেকর্ড করেছি। ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। করোনা মোকাবেলায় বড়াইগ্রাম থানা পুলিশ ২৪ ঘন্টা মাঠে রয়েছে এবং কাজ করে যাচ্ছে। অাপনারা সচেতন হোন গুজব সৃষ্টিকারীদের তথ্যদিয়ে পুলিশকে সহায়তা করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ