উখিয়া রুমখা মহাজন পাড়ায় সন্ত্রাসী হামলায় ৫ জন আহত

তানভির শাহরিয়ার,উখিয়া , কক্সবাজার,
ফেইসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে করোনার এমন করুণ পরিস্থিতিতে উখিয়া রুমখা মহাজন পাড়ায় বাড়ির উঠানে গিয়ে সাবেক মেম্বার অনিল বড়ুয়ার পরিবারের উপর স্বস্র হামালা চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী। হামলায় আহত হন অনিল বড়ুয়া স্ত্রী রিতা বড়ুয়া, ছেলে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ুয়া অনিপ বড়ুয়া, অনিপ বড়ুয়ার চাচি বিজয়া বড়ুয়া, তার চাচাতো ভাই প্রণিম বড়ুয়া। আহত অনিপ বড়ুয়ার ফেইসবুক পোষ্টকে কেন্দ্র করে ঘটনা ঘটে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় অনিল বড়ুয়ার বাড়ির উঠানে গিয়ে মনোরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে সুমন বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, সৈকত বড়ুয়, নিতুষ বড়ুয়া, সনজিত বড়ুয়া, সুজন বড়ুয়া, অদিত্ত বড়ুয়া পাতলি বড়ুয়া স্বস্র হামলা চালায়। হামলায় অনিল বড়ুয়া রিতা বড়ুয়া গুরুতর আহত সহ আরো জন আহত হন৷ আহত জনকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত ডাক্তার। বর্তমান আহত অবস্থায় অনিল বড়ুয়া রিতা বড়ুয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, সন্ত্রাসী বাহিনীর মধ্যে নিতুষ বড়ুয়া এক বছর পূর্বে পাহাড় কাটার ঘটনায় ফরেস্ট অফিসারের উপরও সন্ত্রাসী হামলা চালায়, পরে পাহাড় কাটার নিয়মিত মামলায় সে মাস জেলে ছিলেন। উক্ত মামলায় এখনো কোর্টে হাজিরা দেন নিতুষ বড়ুয়া। স্থানীয়রা আরও জানান, এলাকায় প্রায় এসব ঘটনা সংঘটিত করে নিতুষ বড়ুয়া। নিতুষ বড়ুয়াকে আর্থিক এবং সন্ত্রাসীবাহিনীর একমাত্র যোগানদাতা ফ্রান্স প্রবাসী মনোরঞ্জন বড়ুয়া। আহত অনিল বড়ুয়ার জৈষ্ঠপুত্র অর্ক বড়ুয়া জানান, ফ্রান্স প্রবাসী মনোরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে গিয়ে বাড়ির উঠানে এমন নেক্কার জনক ঘটনা ঘটিয়েছে৷ তার বাবাকে মাথায় স্বজুরে আঘাত করা হয়েছে এবং মাকে চোখে আঘাত, ছোট ভাই, চাচি চাচাতো ভাইকে বাড়িতে একা পেয়ে হামলা চালায় তারা। তিনি স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনায় উখিয়া থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে জানান অর্ক বড়ুয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ