ডোমারে সাংবাদিক মানিকের অর্ধশত পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ


রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বোঝায় রাখতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ডোমারে অর্ধশত পরিবারের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংবাদিক আনিছুর রহমান মানিক। শুক্রবার (২৪এপ্রিল) বিকালে নিজ উদ্যোগে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী বাজার, বিএসসি পাড়া, ভৈরব পাড়া মাষ্টারপাড়া এলাকায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে চাল, আলু, মুড়ি, ছোলাবুট সাবান বিতরণ করেন তিনি। এসময় জোড়াবাড়ী ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক এহ্তেশামুল হক, ওয়ার্ড লীগের সভাপতি মতিয়ার রহমান, শিক্ষক মোজাম্মেল হক প্রামানিক, হিতেন্দ্রনাথ রায়, সমাজ সেবক মনোরঞ্জন রায়, হাবিবুর রহমান হাবুল প্রমূখ উপস্থিত ছিলেন। সাংবাদিক আনিছুর রহমান মানিক জানান, দেশে করোনা ভাইরানের কারনে হাট-বাজারের দোকানপাট যানবাহন চলাচল বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। তাই এমন সময় দুঃস্থ  অসহায় রোজাদার ব্যাক্তির জন্য আমার দেয়া এই সামান্য উপহার কিছুটা হলেও কাজে লাগবে। রোজা শেষে ঈদের আগে অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি মুড়ি বিতরণ করবে বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ