১০ম দিনে ৪শত পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ

রতন কুমার রায় নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে অব্যাহত খাদ্য বিতরণের ১০ম দিনে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ চারশত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। শুক্রবার দিনব্যাপি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে তিনি ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন। সকাল ১১ টার দিকে উক্ত ইউনিয়নের দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছয় নং ওয়ার্ডের ২৫০ জন এরপর দুপুর ১২ টার দিকে মাহিগঞ্জ কালী মন্দির চত্ত্বরে সাত নং ওয়ার্ডে এক শত জন ও দুপুরে চেয়ারম্যানের বাড়ীতে ৫০ জন কর্মহীনকে খাদ্য সহায়তা করা হয়। এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুল হক দুলাল, বোড়াগাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন, ওয়ার্ড আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক রুহুল আমিন, ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ব্যক্তিগত ভাবে  কর্মহীনদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি। যতদিন দেশে করোনা সংকট থাকবে, আমি আমার সাধ্য অনুযায়ী কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও কর্মহীনদের পাশে থাকার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ