পর্যটন নগরী কক্সবাজারে ১ম বারের মতো আয়োজন হচ্ছে ‘কউক মুজিববর্ষ কাপ গলফ টুর্ণামেন্ট’

ডেস্ক নিউজঃ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কক্সবাজারে প্রথম বারেরমতো আয়োজন হচ্ছে ‘কউক মুজিববর্ষ কাপ গলফ টুর্ণামেন্ট’। রামু সেনানিবাসে গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারের তত্তাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেয়া বিভিন্ন কর্মসূচীর মাঝে এ আয়োজন বিশ্ব পর্যটন বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি,পিএসসি। ৬ মার্চ শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া খেলাটি ৭ মার্চ শবিবারে শেষ হবে। 

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত সংবাদ সম্মেলনে কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, প্রথমবারের মতো কক্সবাজারে আমরা এ খেলার আয়োজন করতে যাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে খেলার সুন্দর সমাপ্তি ঘটাতে চাই। আমাদের লক্ষ্য এ খেলার মাধ্যমে কক্সবাজারে আগত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা। যদি আমরা সফল হই তবে, বিশ্বের অনেক দেশের গলফ খেলোয়াড় কক্সবাজার আসবেন। এভাবে পর্যটন শিল্পের বিশ্বময় বিকাশ ঘটবে। আয় হব বৈদেশিক মুদ্রা। 

কউক চেয়ারম্যান বলেন, কক্সবাজারে দুই তিনটি গলফ মাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সে মতো পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। বর্তমানে গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারের সদস্য সংখ্যা ৬০-৭০ জন। আমরা চাই পর্যটকদের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের অংশ গ্রহণ নিশ্চিত করতে। এ খেলার মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে নতুন আরেকটি পরিচয়ে তুলে ধরতে চাই। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কউক চেয়ারম্যান বলেন, কক্সবাজার থেকে ২৫ কিলোমিটার দুরুত্বে রামু সেনানিবাস। যারা খেলায় অংশ নিবেন তারা নিজস্ব গাড়ি নিয়ে মাঠে যাবে। কিছু ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষকের মাধ্যমে পরিবহনের সুবিধা নেয়া হবে। 

কউক চেয়ারম্যান আরো বলেন, শুধু গলফ খেলা নয়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো আবাসিক ফ্লাট বরাদ্দের উদ্যোগও নেয়া হচ্ছে। কলাতলীর বাইপাস এলাকায় পাহাড়ের সৌন্দর্য্য অক্ষুণ্ণ রেখেই খোলা প্রকৃতিতে গড়ে তোলা হচ্ছে এসব আবাসন প্রকল্প। ১০ মার্চ হতে প্রিন্ট ও ইলেকট্রনিকস গণমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে প্রকল্প বিষয়ে সবাইকে জানানো হবে। নিয়মানুসারে প্রবাসী, পেশাজীবি, সাধারণ মানুষ, সাংবাদিকসহ নানা ক্যাটাগরীতে এসব ফ্লাট বরাদ্দ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। 

এতে, কউকে চলমান ও সম্পন্ন হওয়া বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। গ্রহণ করা প্রকল্প বিষয়েও ধারণা দিয়ে তা বাস্তবায়নে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন কউক চেয়ারম্যান। 

সংবাদ সম্মেলনে কউক সচিব আবু জাফর রাশেদ, সদস্য (প্রকৌশল) লে. কর্ণেল আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ