কক্সবাজার মেরিন ড্রাইভে ৩৫ হাজার ইয়াবা সহ আটক ১

ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার টেকনাফে পাচারের সময় মাইক্রোবাস তল্লাশী করে ৩৫ হাজার পিস ইয়াবাসহ আয়ুব আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর ব্রীজ এলাকায় কক্সবাজার মুখী একটি মাইক্রোবাস তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আয়ুব আলী ওই মাইক্রোবাসের চালক।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে করে ইয়াবার একটি বড় চালান পাচার করার গোপন তথ্য পায় পুলিশ। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সেতুসংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির আসনের নিচ থেকে ব্যাগভর্তি ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালকের সহযোগী মোহাম্মদ জাবেদ ইকবাল পালিয়ে গেলেও গাড়ি চালককে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। সহকারীকে পলাতক আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি। 
/কক্সবাজার ভয়েস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ