দক্ষ জনশক্তি তৈরী হলে দেশের উন্নয়ন তরান্বিত হবে, উপজেলা চেয়ারম্যান জুয়েল

এম আলমঃ
কক্সবাজারে টমটম চালক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। বৃহঃস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কক্সবাজার সদর উপজেলা পরিষদের এ্যাড সাহাব উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ ব্যাটারী চালিত অটো রিক্সা ও অটো বাইক সার্ভিস লিঃ এর উদ্যোগে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর আখতার আমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান সহ ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল কক্সবাজার জেলার ব্যাটারী চালিত টমটম চালকদের প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জুয়েল বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিকায়ন করতে শহরের সড়ক সমূহকে সৌন্দর্য্যমণ্ডিত করার জন্য দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সুদূর প্রসারী কর্মসূচী গ্রহণ করেছেন। উক্ত শহরের জানযট নিরাসনে ঝুঁকি মুক্ত জানবাহন চলাচল হওয়ায় চাই। এজন্য চালকদের মাঝে মৌলিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা সরকারের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি আরো বলেন, দক্ষ জনশক্তি তৈরী হলে দেশের উন্নয়ন তরান্বিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার দুদক পিপি এ্যাড মোহাম্মদ আবদুর রহিম ও বিশিষ্ট সাংবাদিক এসএম ছৈয়দ উল্লাহ আজাদ। এসময় স্থানীয় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সদর উপজেলা প্রতিনিধি আব্দুল গাফফার ও উখিয়া উপজেলা প্রতিনিধি মো নুরুল হক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ