নিউজ ডেস্কঃ
বিদেশে বসে দেশে চাঁদাবাজি চালানোর অভিযোগে গ্রেপ্তার সরোয়ার ওরফে বাবলার বাড়িতে অভিযান চালিয়ে ৩০ রাউন্ড গুলিসহ একটি একে-২২ রাইফেলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার ভোরে চট্টগ্রামের খন্দকীয়া পাড়ায় সরোয়ারের বাসায় অভিযান চালিয়ে ৩০ রাউন্ড গুলিসহ একটি একে-২২ রাইফেল, চার রাউন্ড গুলিসহ একটি এলজি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ বিকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
মধ্যপ্রাচ্যে বসে চট্টগ্রামে চাঁদাবাজি চালানোর অভিযোগ রয়েছে ইসলামী ছাত্রশিবিরের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত সরোয়ার ওরফে বাবলার বিরুদ্ধে। দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার পর তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ বোস্তামি জোন) পরিত্রাণ তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সরোয়ারকে আটক করে। পরে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ সরোয়ারের পরিচয় নিশ্চিত করে রোববার তাকে চট্টগ্রামে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর কাতারে পালিয়ে ছিলেন সরোয়ার। সেখানে মারামারির এক ঘটনায় পুলিশ তাকে আটক করে এক মাসের সাজা দেয়। সাজা শেষে সরোয়ারকে তারা দেশে পাঠিয়ে দিলে ঢাকা বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে।
/কালের কন্ঠ।
0 মন্তব্যসমূহ