নীলফামারী জেলায় দুই লাখ ৭০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে...

মো. সাদিকউর রহমান শাহ্ (স্কলার)ঃ নীলফামারী জেলার উপজেলা পৌরসভা ৬১ ইউনিয়নে লাখ ৭০ হাজার ৩২৮ জন শিশুকে প্রথম পর্যায়ে আগামী ১১ জানুয়ারি ক্যাম্পইনের  আওতায় ভিটামিন প্ল্যাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বুধবার বেলা ১২টায় স্থানীয় সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে সদর আধুনিক হাসপাতালের সভা কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন  ডা. রনজিত কুমার বর্ম্মন। তিনি জানান, ভিটামিন প্ল্যাস  ক্যাম্পেইন প্রথম রাউন্ড উপলক্ষে -১১ মাস বয়সী শিশু ২৯ হাজার ৮১৪ জন ১২-৫৯ মাস বয়সী শিশু সংখ্যার লাখ ৭০ হাজার ৩২৮ জন শিশু রয়েছে। তবে এবার মুজিব বর্ষ উপলক্ষে জাঁকজমক আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।ভিটামিনখাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমানএই শ্লোগানকে সামনে রেখে এক হাজার ৫৮৭টি কেন্দ্রে হাজার ১৭৪ জন সেচ্ছাসেবক, ৫৪৯ কর্মী ১৯১ জন সুপার ভাইজার ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়া জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষন করবে। এ সময় সিভিল সার্জেন দপ্তরের মেডিকেল অফিসার ডা. আবু হেনা মোস্তফা কামাল সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ