সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মুজিববর্ষে গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ


মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সৈয়দপুরে মেধাবী গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের শহীদ স্মৃতিসৌধ চত্বরে ওই উপকরণ বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ সমাজসেবী স্থানীয় ব্যবসায়ীদের সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় শহীদ স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন রায় গুহ। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মানিত অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা যথাক্রমে . আব্দুর রাজ্জাক, একেএম আজিম, এনান--খোদা, নাদিউল করিম নাফা, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম কামরু সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু। অনুষ্ঠান সঞ্চালন করেন স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন ফরহাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, লীগ নেতা প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা দিতে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। অর্থের অভাবে কোন শিক্ষার্থী যাতে ঝড়ে না পড়ে সেই কারণেই স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে শীতে যাতে কোন মানুষ কষ্ট না পায় সে কারণে লীগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এদিন মুজিবীয় দর্শনে বিশ্বাসী সৈয়দপুরের ১২ জন ব্যবসায়ীকেও মুজিববর্ষের শুভেচ্ছা স্মারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে শহরের আদিবা কনভেনশন হলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ