নন্দীগ্রামে জমির মালিকানা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


নাহিদ হোসেন বিশেষ প্রতিনিধিঃ  
বগুড়ার নন্দীগ্রামে জমির মালিকানা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে নভেম্বর দুপুর ১২ টায় নন্দীগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নন্দীগ্রাম পৌরসভাধীন ফোকপাল গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ফোকপাল মৌজার ৫১৫ দাগের ৪১ শতক জমির মালিক আমি আমার বড় ভাই সোলায়মান আলী। উক্ত জমি নন্দীগ্রাম রহমান নগরের সাইদুল ইসলাম লিজ নিয়েছিল। সেই জমিতে ফোকপাল গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আনোয়ারা বেগমের ছেলে রুহুল আমিন লাউগাছ মরিচ চাষ করেছিল। যা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। এরপর তারা স্বেচ্ছায় গাছ কেটে বেড়া উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি বারবার ভিন্নভাবে পত্র-পত্রিকায় প্রকাশ করা হচ্ছে। যা শুধুমাত্র বিভ্রান্তিকর। উল্লেখিত দাগে আনোয়ারা বেগম বা তার পক্ষদের কোন প্রকার জামি নেই। এরপরেও বিভিন্ন দপ্তরে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করে আসছে। আবার পত্র-পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রকাশ করছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, আমাদের উল্লেখিত দাগের জমির অন্য কেউ ওয়ারিশ বা অংশিদার নেই। আমরা উক্ত জমি ভোগদখল করে আসছি। উক্ত জমিতে চলতি মৌসুমে সরিষার চাষাবাদ করেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ