জয় বংলা এ্যাওয়ার্ড পেলেন কক্সবাজারের সাংবাদিক দিদার

প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে গত ২৮ সেম্পটেম্বর রাজধানী ঢাকা শহরের বিজয় নগরের একটি অভিযাত হোটেল অরনেট এর হল রুমে বেঙ্গল হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বপ্নের পদ্মা সেতু - মেট্রোরেল দৃশ্যমান শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য কক্সবাজারের সাংবাদিক দিদারুল আলম সিকদার সহ দেশের বিভিন্ন জেলা থেকে ১২ জন আমন্ত্রিত আতিথিকে জয় বাংলা পার্সোনালিটি এ্যাডয়ার্ড় ২০১৯ প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দীন আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, পিরোজপুর জেলার সৌরভকাটি পৌরসভা মেয়র মোহাম্মদ গোলাম কবির, জাতীয় মানবাদিকার সমিতির চেয়ারম্যান মোঃ মনজুর হোসাইন সহ প্রমুখ। কক্সবাজার থেকে দিদারুল আলম সিকদারকে জয় বাংলা এ্যাওয়ার্ড এর জন্য মনোনিত করায় তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ যে, দিদারুল আলম সিকদার একজন কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা তাঁতী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্বের পাশাপাশি জাতীয় দৈনিক আমার সময়ের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবেও কর্মরত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ