পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের ভূমিকা প্রেক্ষিতে কক্সবাজার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

কক্সবাজার জেলা প্রতিনিধি,২১/১০/২৫ সোমবার ২০সে অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায়, কক্স কুটুমবাড়ি হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেলের পরিচালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর প্রধান, (অতিরিক্ত ডিআইজি) আলহাজ্ব আপেল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সোহেল আহমেদ। সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। বিশেষ অথিতির বক্তব্য দেন, মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নিলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন। অনুষ্টানে স্বাগতম বক্তব্য দেন আব্দুল আলীম নোবেল সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আপেল মাহমুদ বক্তব্য রাখেন। পর্যটন শিল্পের বিকাশে সাংবাদিকদের ভূমিকা প্রেক্ষিতে কক্সবাজার অতুলনীয় ভূমিকা, আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত লক্ষে তাদের যা যা প্রয়োজন সবগুলোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বস্ত করেন, এবং সাংবাদিকরা দিন রাত কঠোর পরিশ্রম করে সমাজের বাস্তবতাকে ধরে রাখতে ও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে পর্যায়ে কাজ করতে হয়, তিনি আরো বলেন। বিশ্বের দরবারে পর্যটন শিল্পকে মডেল পর্যটন শহর হিসেবে গড়ার লক্ষ্যে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করায় টুরিস্ট পুলিশের একা দায়িত্ব নয় বরং সাংবাদিকদেরও দায়িত্ব পড়ে, আমরা ইতিমধ্যে পর্যটন শহরকে মাদকমুক্ত করার জন্য টুরিস্ট পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে, ‎ এ সময় টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব আপেল মাহমুদ আরো বলেন সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের কলমের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির চিত্র প্রকাশ পায়। সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য সুযোগ এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‎অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সংবাদ প্রেরক হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ