শতবছর পর পৃ‌থিবীর জনসংখ্যা বাড়‌বে না

                       
মুহাম্মদ ম‌হিউ‌দ্দিন ঃ
পৃ‌থিবীর জনসংখ্যা এখন ৭৭০ কো‌টি। যে হা‌রে মানুষ বাড়‌ছে তা‌তে খুব শিঘ্রই ১ হাজার কো‌টি‌তে পৌঁ‌ছে যা‌বে। জলবায়ু  প‌রিবর্তন বিষয়ক ক‌মি‌টি আই‌পি‌সি‌সি‌ বল‌ছে, বিপুল সংখ্যক এ মানুষ‌কে খাই‌য়ে বাঁ‌চি‌য়ে রাখাই  পৃ‌থিবীর অন্যতম বড় চ্যা‌লেঞ্জ। বি‌শেষজ্ঞরা বল‌ছেন, জনসংখ্যার আ‌ধি‌ক্যের কার‌ণে খুব দ্রুতই শেষ হ‌য়ে যা‌চ্ছে পৃ‌থিবীর সম্পদ।অদুর ভ‌বিষ্য‌তের এ চ্যা‌লেঞ্জ মোকা‌বেলায় করণীয় কি তা নি‌য়ে আ‌লোচনা ও গ‌বেষণাও শুরু হ‌য়ে‌ছে। জা‌তিসং‌ঘের সাম্প্র‌তিক তথ্য উপা‌ত্তের ভি‌ক্তি‌তে জনতত্ত্ব‌বিদরা ব‌লে‌ছেন, ২১০০ সা‌লের ম‌ধ্যে জনসংখ্যা বৃ‌দ্ধি থে‌মে যা‌বে। তত‌দিন বিশ্বজু‌ড়ে মানুষ বে‌ড়ে হ‌বে ১১০০ কো‌টি। অর্থাৎ আগামী ৮০ বছ‌রে  বাড়‌বে ৩৩০ কো‌টি। যুক্তরা‌ষ্ট্রের খ্যাতনামা ম্যাগ‌াজিন দ্য আটলা‌ন্টি‌কের এক প্র‌তি‌বেদ‌নে এসব তথ্য উ‌ঠে এ‌সে‌ছে। জনসংখ্যা বৃ‌দ্ধির ধারাপ‌রিক্রমাঃ ১০ হাজার বছর আ‌গে জনসংখ্যা ছিল ৪০ লাখ, ১২ হাজার বছর আ‌গে জনসংখ্যা   ১৯ কো‌টি, ১৮০০ সা‌লে ১০০ কো‌টি,১৯০০ সা‌লে ১৬৫ কো‌টি, ২০০০ সা‌লে জনসংখ্যা ছিল ৬০০ কো‌টি ,  বর্তমা‌নে ২০১৯ সা‌লে ৭৭০ কো‌টি জনসংখ্যা বিদ্যমান, আগামী ২১০০ সা‌লে পৃ‌থিবীর জনসংখ্যা হ‌বে ১১০০ কো‌টি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ