সব রক্ত চক্ষু উপেক্ষা করে তৈরি হোন বন্ধু

ককসবাজার জেলা বারের দুজন আইনজীবীকে  কোর্ট পুলিশ লাঞ্চনা করলো।
আমরা সাধারন আইনজীবীরা প্রতিবাদ করলাম।স্মরণ কালের বৃহত্তর সমাবেশ হলো ককসবাজার কোর্টে।

প্রায় চারশ আইনজীবীর সামনে বর্তমান ককসবাজার জেলা বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ঘোষণা দিলেন দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।

অথচ ঘটনার ১ মাস পেরিয়ে গেলো।
আমরা কোন বিচার পেলাম না।
আমরা আইনজীবীরা সাধারন ধনী গরিব সব মানুষের আইনী সেবা দিয়ে যাচ্ছি প্রতিদিন।
অথচ আমরাই যখন পুলিশের দ্বারা নির্যাতনের স্বীকার হলাম আমাদের সর্বোচ্চ অভিভাবক জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের কাছ থেকে ন্যায়বিচার পেলাম না।দায়ী পুলিশরা এখনো প্রত্যাহার হয়নি।

অথচ আমাদেরকেই উল্টো বলছে আন্দোলন ফান্দোলন এগুলো জামাত বিনপির ষড়যন্ত্র।
বলা হচ্ছে এখানে নাকি বিন্পি জামাত রাজনীতি করার চেস্টা করছে!

বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে যে আপনি ডেঙ্গু মশার কামড়ে মারা গেছেন কেউ না কেউ তো এর জন্য দায়ী তাইনা!
অথচ তা মুখ ফোটে বলা যাবেনা!
আমাদের অবস্থাটাও ডেঙ্গু রোগীর মতোন হয়ে গেছে!

মরে গেলেও প্রতিবাদ করতে পারবেন না।
এ মানষিক যন্ত্রণা, অবিচার, টাউট, বাটপার ক্লার্ক,বেঞ্চের লাগামহীন দূর্নীতিকে ঝাটা দিয়ে বিদায় করতে শক্তিশালী   ফগার মেশিন দরকার!

সব রক্ত চক্ষু উপেক্ষা করে আমি বা আপনাকেই ফগার হতে হবে।
তৈরি হোন বন্ধু।

লেখকঃ
এডভোকেট রিদুয়ান আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ