বায়েজিদে চাঁদাবাজের গলায় বড়ভাইদের ফুলের মালা

 নিজস্ব প্রতিবেদকঃ মহানগরীর বায়েজিদ বোস্থামী থানায় চিহ্নিত চাঁদাবাজ  চক্রকে  বড়ভাইদের ফুলের মালা পরানো নিয়ে  আলোচনার ঝড় উঠেছে। 

বায়েজিদ চন্দনগর বাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সঙ্ঘবদ্ধ চক্র, মামা গ্রুপ নামক গ্রুপের  একদল তরুণ ফুলের মালা  পরিয়ে দিয়ে বরন করে নেয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা  হয় সবার মুখে মুখে।

জানা যায় শোডাউন উদ্দেশ্য ব্যাটারি চুরির দায়ে অভিযুক্ত সহ  গার্মেন্টসের মেশিন চুরি এবং ডাকাতি, ছিনতাই একাধিক মামলার আসামি মোঃ সিফাত হোসেন কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় আসলে তাদেরকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ছবিতে দেখা যায় বায়েজিদ বোস্থামী থানা এলাকার দুই প্রভাবশালী রাজনৈতিক নেতা ফুলের মালা দিয়ে বরন করে নিচ্ছেন এলাকার বড়ভাই খ্যাত বাহার উদ্দিন বাহার ও শামসুদ্দিন বাঁদল।

জানা যায় গত  ৪ এপ্রিল ২০২৪ সালে র‍্যাব- 7 এর হাতে  ডাকাতির প্রস্তুতি কালে ,  কিছু আসামী গ্রেপ্তার  হয়েছিল বায়েজিদ  এলাকা হতে, তারা হলেন নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার মোঃ মোতালেব এর ছেলে মোঃ সিফাত হোসেন , কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ কামরুল ইসলাম,  চট্টগ্রাম জেলা বায়েজিদ বোস্তামী থানার অন্তর্গত মৃত ইলিয়াস হোসেনের ছেলে মোঃ মনির হোসেন ,ফটিকছড়ি জেলা বিবিরহাট থানার রুহুল আমিনের ছেলে মোঃ সোহেল , চট্টগ্রাম জেলা রাউজান উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ মনির হোসেন , কুমিল্লা জেলা লাকসাম উপজেলার মোঃ মনির হোসেনের ছেলে মোহাম্মদ কাউসার ও মোঃ লালু।

জানা যায় এই চক্রের সদস্যদের  নামে আগেরও  একাধিক চাঁদাবাজি ছিনতাই চুরি ডাকাতির মামলা ছিল।  কেউ কেউ একাধিক বার গ্রেফতারও হয়েছেন  থানা পুলিশ,  র‍্যাব- 7 ও  ডিবি পুলিশের হাতে। 

এলাকার এমন যুবকদের কারা মুক্তিতে  ফুলের মালা পরিয়ে সংবর্ধনা  দেয়ার বিষটি  নিয়ে রহস্যের জন্ম দিয়েছেন  গোটা বায়েজিদ এলাকায়।

 সচেতন মহল বিষটিকে  বড় ভাইদের কিশোর গ্যাং মদদদাতা হিসেবে কাজ করছেন মনে করছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ