বার্তা পরিবেশক:
ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য নাজিরারটেক জলবায়ু উদ্বাস্তু এলাকার শিশুদের মাঝে স্বপ্নস্বর্গ ফাউন্ডেশন এবং সম্মানিত দাতাগণের সহযোগিতায় ঈদ উপহার বিতরণ করেছেন কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসিদ।
'ঈদ মানে আনন্দের' কিন্তু কারো কারো 'ঈদ মানে কিন্তু শুধুই ঈদ'। দারিদ্র্যতার কারণে ঈদেও নতুন জামা কিনতে পারে না, শিশুদের ঈদের আনন্দ মানে নতুন জামা, শিশুরা নতুন জামা পেলে আনন্দে বিমোহিত হয়। আর এরই লক্ষ্যে শিশুদের মুখে হাসি ফোটাতে আজকের এই উদ্যোগ।
রবিবার (৭ এপ্রিল) নাজিরারটেক ১নং ওয়ার্ডে অর্ধ শতাধিক শিশুদের মাঝে নতুন রঙিন জামা বিতরণ করা হয়।
রঙিন পোশাক পেয়ে উচ্ছসিত খন্দকার আসিক সুবহান জয় বলে :-" আমি খন্দকার আসিক,আমি ইয়াসিদের মিউজিক স্কুলে পড়ি। এখানে আমরা ৩০ জন মতো স্টুডেন্ট আছি,যাদেরকে ইয়াসিদের পক্ষ থেকে নতুন জামা দেওয়া হয়ছে। এটা একটা জলবায়ু উদ্বাস্তু এলাকা যেখানে মানুষ সবসময় কষ্টে থাকে।আমাদের আব্বুদেরও অনেক কষ্ট হয় নতুন কাপড় কিনে দেওয়ার জন্য। এ কথা মাথায় রেখে ইয়াসিদ আমাদের নতুন জামা দিয়েছে এর জন্য ইয়াসিদকে ধন্যবাদ জানায়।"
রিয়া মনি বলে:-" আমার জামাটা অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ ইয়াসিদকে।"
উপস্থিত ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইছার হামিদ বলেন:-
0 মন্তব্যসমূহ