চৌফলদন্ডী পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ এখন অবৈধ দখলসহ নানা অপরাধের আস্থানা!

আব্দুল আলীম নোবেল ।। কক্সবাজার চৌফলদন্ডীস্থ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ এখন অবৈধ দখলসহ নানা অপরাধের আস্থানা। এমনকি চোর ছিনতাইকারী, মাদক সেবিদের নিরাপদ ঠিকানা। আবার অনেকই এই সরকারি সম্পত্তিকে নিজের বাপদাদার সম্পত্তি হিসেবে ব্যবহার করে আসছে। এটি এখন নানা অপরাধের অতুড় ঘরে পরিণত হয়েছে। রাতের আধাররে বাঁধ এলাকা হয়ে যায় একটি ভুতুড়ে চিত্র। সুত্রে জানাযায়, বিগত ২০০১ সালে পানি উন্নয়ন বোর্ড ১২ জন স্থানীয় উপকারভোগিকে বাঁধের বাগান দেখার দায়িত্ব দিয়েছিল ২৫ বছরের জন্য। আর এই ১২ জন এখন ৪শ জনে পরিণত হয়েছে। এরাই এখন সরকারি জমি দখল করে বিক্রির পাশাপাশি এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি সিন্ডিকেট। আশেপাশের এলাকায় লবণ মাঠ তাদের নিজের সম্পত্তি বলে লবণ মাঠের টাকা দাবি করে লবণ চাষিদের কাছ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতোপূর্বে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তারা। সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব যেন স্বাক্ষীগোপালের ভুমিকায়। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, এইসব অবৈধ দখল উচ্ছেদে করার জন্য কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে ম্যাজিষ্ট্রেট চেয়ে চিঠি দিয়েছেন একাধিকবার। এই আবেদনের কয়েক বছর পার হলেও বাঁধের উপর অবৈধ দখলদার দিন দিন বেড়ে যাচ্ছে। এইসব অবৈধ দখলদারদের উচ্ছেদ চায় সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, অসহায় পরিবার দেখে তৎকালীন সময়ে পানি উন্নয়ন বোর্ড তাদেরকে বাগান দেখার দায়িত্ব দিয়েছিল, ওই সময় বাঁধের উপর ঝুপড়ি ঘর করে বসবাস করছেন। এই সুবিধাকে কাজে লাগিয়ে বাঁধ দখল করাসহ জমি বিক্রি করে আরো বসত ঘর তৈরি করে নানা অপরাধের সাথে জড়িত রয়েছে, এইসব বন্ধ করার দাবি তুলছেন ভুক্তভোগী সচেতন মহল।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ