শফিকুল ইসলাম।।
মানবপাচার, নারী ও শিশু নির্যাতন,হত্যা,ইয়াবা মারামারিসহ অর্ধ ডজন মামলার আসামি টেকনাফ কচ্ছপিয়ার হোসেন আলী
অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গত কয়েকদিন আগে মিয়ানমারের তেল পাচারের সময় টেকনাফ কচ্ছপিয়া এলাকা থেকে এই হোসেন আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলী টেকনাফ বাহার ছড়া কচ্ছপিয়া ৮ নং ওয়ার্ডের নুর আহমদের ছেলে বলে জানাগেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, হোসেন আলী বর্তমানে একটি মানব পাচার মামলায় কক্সবাজার জেল হাজত রয়েছে, যার মামলা নম্বর ৪৬/৮১৩। তার বিরুদ্ধে কিছুদিন আগে স্থানীয় স্কুলছাত্রীকে অপহরণ পূর্বক জোর করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। যার মামলা নম্বর ২৩৪/২৩ যেটি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচার প্রক্রিয়া দিন রয়েছে।
নামে বেনামে আরো বেশ কিছু মামলার আসামি হোসেন আলী, হোসেন আলী রোহিঙ্গা সন্ত্রাসী গুষ্টির সাথে আঁতাত করে সে এলাকায় বহু আপহরণ, ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ তুলছেন ভুক্তভোগী।
মারামারি হত্যা মানব পাচারসহ অসংখ্য অপরাধের মূল হোতা এই হোসেন আলী। এলাকায় তার একটি শক্ত সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটকে কাজে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব করেছে এই হোসেন আলী। অনেকেই দাবি করছেন হোসেন আলীর সিন্ডিকেট এর কাছে অবৈধ অস্ত্র রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে সে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হোসেন আলী একজন ত্রাসের নাম, ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী দাবি করছেন, তার বিরুদ্ধে আনিত অপরাধের তদন্তপূর্বক আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছেন তারা।
0 মন্তব্যসমূহ