লিঙ্গ বৈষম্য রোদে স্বাস্থ্য বিভাগের ভূমিকা শীর্ষক ১৬দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়


মোহাম্মদ হাসেম স্টাফ রিপোর্টার: লিঙ্গ বৈষম্য রোদে স্বাস্থ্য বিভাগের ভূমিকায় শীর্ষক Gender Based Violence এর ১৬দিন ব্যাপী কার্যক্রমের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলার  স্বাস্থ্য বিভাগে প্রধান কর্মকর্তা সিভিল সার্জন মহোদয়ের  সভাপতিত্তে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় UNFPA এর কারিগরি সহযোগিতায় জ্যাপাইগো বাংলাদেশ এর বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় লিজ্ঞ বৈষম্য রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালীর মধ্য দিয়ে প্রোগ্রামটি শুরু হয়। উক্ত প্রোগ্রামের  উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা,পরিবার পরিকল্পনা কক্সবাজার  বিভাগের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা: রাকিবুল্লাহ,  অতিরিক্ত পুলিশ সুপার কক্সবাজার সার্কেল মিজানুর রহমান।  কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল পৌরসভা সদস্যবৃন্দ এবং স্বাস্থ্যসেবাখাতে নিয়োজিত বিভিন্ন স্বাস্থ্য  কর্মীসহ বিভিন্ন এনজিও কর্মীদের উপস্থিতিতে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামের স্বাগত বক্তব্য প্রদান করেন ডা: গাজী মো: রেজাউল করিম (প্রোগ্রাম ডিরেক্টর) জ্যাপাইগো বাংলাদেশ, এর পর প্রজেক্ট অরিয়েন্টেশন করেন ডা: রাহাত আরা নূর ( প্রজেক্ট কোর্ডিনেটর,HGSP,UNFPA বাংলাদেশ) উপস্থিতির থেকে আরও  ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও পৌর সদস্য গণ বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সমাজের কোন সদস্য ভায়োলেন্সের স্বীকার হলে সর্বপ্রথম কি করতে হবে এবং কিভাবে আইনী প্রক্রিয়ায়  সম্পন্ন করবে এবং সমাজের কিছু বাস্তবচিত্র এবং  অভিজ্ঞতা শেয়ার করা হয়।অবশেষে উক্ত প্রোগ্রামের প্রতিপাদ্য বিষয়: "আসুন একত্রিত হই, নারীর জন্য বিনিয়োগ ও সহিংসতা প্রতিরোধ করি" সামনে রেখে কক্সবাজার জেলা সিভিল সার্জন এর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ