শফিকুল ইসলাম :
উখিয়া মনখালী শামলাপুর ব্রীজের পূর্ব পাশে ইনানী মৌজাধিন লবণ ও চিংড়ি চাষের উপযোগী সরকারি জমি জবর দখলের অভিযোগ। এই জমি দখলের নেপথ্যে কাজ করছেন একটি শক্তিশালী সিন্ডিকেট। সম্প্রতি এই জমির মূল্য বেড়ে যাওয়ায় জমি দখলের এই মহোৎসবে মেতে উঠেছে একটি কুচক্রী মহল।
স্থানীয় সচেতন ব্যক্তিদের দেওয়া তথ্য সুত্রে জানাযায়, স্থানীয় শামলাপুর আছারবনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে আব্দুল হক, নুরুল ইসলাম,নুরুল কবির, শফি উল্লাহ,মাইনুল হক,জিয়াউদ্দিন সিন্ডিকেট মিলে এই জমির জবর দখলের অভিযোগ ওঠেছে তাদের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানাযায়, গতকাল অর্ধশতাধিক শ্রমিক নিয়ে বাঁধ তৈরি করার অভিযোগ ওঠেছে। বর্তমানে এই জমি লবণ ও চিংড়ি চাষের উপযোগী হওয়ায় জমি খেকোদের কু-নজরে পড়েছে। এলাকার সচেতন মহল দাবি তুলছেন এই দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠবে।
উখিয়া ইনানী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাশেদা আক্তারের দেওয়া রিপোর্টের তথ্য সূত্রে জানাযায়, এটি মৎস্য চাষের উপযোগী জমি। তবে কিছু দখলবাজ সিন্ডিকেট এটি দখলে নিতে চায়। এটি সরকারি খাস জমি।
সহকারী কমিশনার (ভুমি) উখিয়া সালেহ আহমেদ জানান বিষয় টি আমি অবগত হয়েছি, খোঁজ খবর নিয়ে দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ